
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২২এপ্রিলঃ জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ কেন্দ্রের ভোট হবে ১৬ মে। ২১ এপ্রিল নির্দেশিকা জারি করে জানানো হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
১৯ শে এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল ১৩ ই মে ভো গ্রহণ হবে দুই কেন্দ্রে। ১৩ মে ঈদুল ইফিতরের সম্ভাবনা থাকায় দিন পরিবর্তনের আর্জি জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন। এরপরই ২১ এপ্রিল নতুন নির্দেশিকা জারি হয়।
১৫ এপ্রিল করোনায় মৃত্যু হয় সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউক হকের। ১৬ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ কুমার নন্দী। ফলে, ২৬ এপ্রিল ভোট হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় নির্বাচন।

সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রয়াত রেজাউল হকের স্ত্রী রোকেয়া খাতুন। জঙ্গিপুরে আরএসপি প্রার্থী করেছে জানে আলম মিঞাকে।















