১৩ জানুয়ারিতেই দোমহনীর রেল দুর্ঘটনা, ফিরছে জলঙ্গীর স্মৃতি

Published By: Madhyabanga News | Published On:

দোমহনীর ট্রেন দুর্ঘটনা ফিরিয়ে আনছে জলঙ্গীর ভয়ঙ্কর বাস দুর্ঘটনার স্মৃতি। ১৯৯৮ সালের ১৩ই জানুয়ারি দিনটি জলঙ্গীর বুকে একটি কালো দিন| সময় যেন থমকে গিয়েছিল সেই দিন |  জলঙ্গী পদ্মার পাশ দিয়ে আজও কোন মানুষ বাসে করে যেতে গেলে তার বুক কেঁপে ওঠে, ১৩ই জানুয়ারির কথা মনে পড়লে | যারা প্রত্যক্ষদর্শী তারা আজও এই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করেন |

হাজারদুয়ারি থেকে পিকনিক করে যাত্রীবাহী বাসটি ফিরছিল নদীয়ার সীমান্তবর্তী গ্রাম করিমপুরে | সেদিনের ভোরে পদ্মায় তলিয়ে গিয়েছিল   পিকনিক ফেরত ছাত্রছাত্রীদের বাস। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী  ৭৫ জন ছেলেমেয়েকে ছিল ওই বাসে । মৃত্যু হয়েছিল  ৬২ জন।  অধিকাংশ পড়ুয়ার  নদিয়ার করিমপুরে।

প্রত্যক্ষদর্শীদের অনেকের মত যারা সেদিন বেঁচে ফিরেছিলেন তারা আজও নাকি বাসে চড়তে ভয় পান!
২০২২ এর  আজও সেই স্মৃতি মনে পড়লে মন কেমন করে এখানকার বাসিন্দাদের। বৃহস্পতিবার মৃতদের আত্মার শান্তি কামনায় শহীদ বেদীতে মাল্য দান করে শ্রদ্ধা জানালেন স্থানীয়রা ।  আর সন্ধ্যেতেই  স্থানীয় মানুষ শোনেন দোমহনীর ট্রেন দুর্ঘটনার খবর।