১২ টায় বন্ধ হয়ে যাবে গোরাবাজারের দোকান বাজার, বাড়ছে করোনা কড়া নির্দেশ প্রশাসনের

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরে বেলাগাম করোনা। বেলা ১২ টার মধ্যে  গোরাবাজার এলাকায় ৩৫০ দোকান বন্ধের নির্দেশ দিল প্রশাসন। দুপুর বারোটা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহরমপুর গোরাবাজার এলাকায় কড়া বিধি  চলবে । বন্ধ থাকবে বহরমপুরের গোরাবাজার নিমতলা সংলগ্ন সবজি বাজার, মেছুয়া বাজার রোডের সমস্ত দোকান এবং সংলগ্ন দোকানবাজার। আজ থেকে লাগু এই নির্দেশ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহরমপুরে বাড়ছে করোনা। জেলায় অ্যাক্টিভ করোনা রোগীদের মধ্যে ৩১ জনের বাড়িই গোরাবাজারের নিমতলা সংলগ্ন এলাকায়। মাইক্রো কনটেনমেন্ট জোন করেও বিশেষ সুফল মেলেনি। এই এলাকায় প্রায় ৩৫০ টি দোকান আছে। শহরের মানুষের যাতায়াত  বেশি এই এলাকায়। সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
প্রশাসনিক নির্দেশে জানানো হয়েছে ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কড়া বিধি লাগু থাকবে।