১১ অবধি খোলা সবজি বাজার; মিষ্টি, জামাকাপড়ের দোকান খোলা ১১ টা থেকে ৭ টা new covid restrictions murshidabad

Published By: Madhyabanga News | Published On:

মঙ্গলবার রিভিউ মিটিং’এর পর বিধিনিষেধে বদল আনল  মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত লাগু থাকবে নতুন বিধি। সকাল ৬ টা থেকে সকাল ১১ টা অবধি বহরমপুর এলাকায় সবজি বাজার খোলা থাকবে। সকাল ১১ টায় খোলা যাবে জামাকাপড়ের দোকান, মিষ্টির দোকান।

বহরমপুর পৌরসভা এলাকা, কান্দী পৌরসভা এলাকা এবং ভরতপুর ১, ভরতপুর ২ এবং বহরমপুর ব্লকে বাজার খোলা সকাল   ১১  টা অবধি।

সকাল ৬ টা থেকে ১১  টা অবধি খোলা থাকবে বহরমপুর পৌরসভা এলাকার সমস্ত সবজি বাজার, মাছের বাজার, মাংসের দোকান, মুদিখানার বাজার। ১১  টাতে  বন্ধ হবে ইন্দিরা মার্কেট , রিলায়েন্স স্মার্ট গ্রসারি স্টেশন, মোহন মল মোর, মনীন্দ্রনগরের সবজি বাজার। All Vegetable, Fish, Meat Market / Shop, All Grocery Market / Shop, Indira Market, Reliance Smart Grocery Section, Mohan Mall More Hyper / More Super Market under Berhampore Municipality & Manindranagar Vegetable Market under Berhampore Block  ভরতপুর সবজি বাজার, সালারে সবজি বাজার, বড়ঞার সবজি বাজারও। নতুন নির্দেশিকায়  কান্দী পৌরসভা এলাকার সবজি বাজারও খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত।

বদল আনা হয়েছে অন্যান্য দোকানের ক্ষেত্রে। ১২ টার বদল দোকান খোলা যাবে সকাল ১১ টায়। দুপুর ১১  টা থেকে সন্ধ্যে ৭ টা  পর্যন্ত খোলা থাকবে পোষাকের দোকান, সোনার দোজান, মিষ্টির দোকান, বই, খাতার দোকান, প্রাঙ্গন মার্কেট, রিলায়েন্সের জামাকাপড়ের দোকান, মোহন মলের অন্যান্য দোকান।

All Garment Market / Shop, All Jewellery Market/ Shop, Sweets Shop. All Books and
Papers Market/Shop, Prangan Market, Reliance Smart Garment Section, Mohan Mall
except More Hyper Mart under Berhampore Municipality  কান্দী পৌরসভা এলাকার জামাকাপড়, গহনার দোকান, বই, খাতার দোকান, মিষ্টির দোকানও খোলা থাকবে দুপুর ১১  টা থেকে বিকেল ৭  টা অবধি। All Garment Market / Shop, All Jewellery Market/ Shop, Sweets Shop. All Books and
Papers Market/Shop Areas under Kandi Municipality