হোম সেন্টারে উচ্চমাধ্যমিকঃ খুশি পড়ুয়ারা- WB HS Board Exams at Home Centres – Students are happy

Published By: Madhyabanga News | Published On:

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ West Bengal Council of Higher Secondary Education জানায় কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবছরে  হোম সেন্টারে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা Higher Secondary Examination  | এই খবরের পরে খুশি অভিভাবক সহ অনেক পড়ুয়ারা | আবার অনেক পড়ুয়া বলছেন নিজের স্কুলে পরীক্ষা হওয়া মানে পরীক্ষার মান কমে যাওয়া |

এ বিষয়ে সাগরপাড়া হাইস্কুলের এ বছরের পরীক্ষার্থী  রণিত হালদার জানাচ্ছেন, “এই পরিস্থিতিতে নিজের স্কুলে পরীক্ষা হওয়া ভালো | কিন্তু কিছু ছাত্র পরীক্ষার সময় অসাধু উপায় অবলম্বন করে |তারা সুযোগের অসৎ ব্যবহার করবে ” ।

সাগরপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনন্যা ঘোষ জানাচ্ছেন “নিজেদের স্কুলে পরীক্ষা হলেই ভালো |অন্য স্কুলে যাওয়া মানে অন্যজায়গায় যাওয়া |সেখানকার কোভিড পরিস্থিতি আমরা জানিনা | চেনা জায়গায় পরীক্ষা হলে আমাদের ভালো “।
অনন্যা আরও জানাচ্ছেন বাড়ির কাছে  পরীক্ষার সেন্টার হলে আমাদের পরীক্ষা দিতে যাওয়ার চিন্তা থাকে না |সেই সমস্যার থেকেও রেহাই পাবে অনেকে |  আরেকজন পরীক্ষার্থী শঙ্কু মন্ডল জানাচ্ছেন, “আমরা নিজেদের স্কুলের পরিস্থিতি জানি |অন্য স্কুলে কতটা কোভিড বিধি মানা হয় জানিনা “|শঙ্কু আরও বলছেন নিজেদের স্কুল হলে আমরা সাইকেল এ করেই যেতে পারবো | অন্য এলাকায় যাওয়া মানেই সংক্রমনের একটা ভয় থেকে যায় |
রাজ্যসরকারের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে কোভিডের গ্রাফ উর্দ্ধমুখী |সেই দিকে তাকিয়ে বেশিরভাগ পড়ুয়া চাইছেন নিজেদের স্কুলে পরীক্ষা হলেই ভালো |

ছাত্রদের মতামতের উপর ভিত্তি করেই শিক্ষক সৌরভ সরকার জানাচ্ছেন,”ছেলে মেয়েদের অন্য স্কুলে না পাঠিয়ে, শিক্ষক দের বিভিন্ন স্কুলে ভাগ করে দেওয়া হোক | এতে নিজেদের স্কুলের সেই হাল্কা বিষয়টা থাকবে না ” ।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বেশিরভাগ শিক্ষক সহ ছাত্ররা সকলেই চাইছেন হোম সেন্টারেই পরীক্ষা হোক |

#WBCHSE is going to conduct  WB HS Board Exams at Home Centres.  Students are happy with WBCHSE decission.