নিজস্ব প্রতিনিধি লালবাগ ২৯ শে জুন – মুর্শিদাবাদ শহরের একটি হোটেলে নাবালিকাদের জোর করে আটকে রেখে যৌন ব্যবসায় ব্যবহারের অভিযোগে ধৃত হোটেল মালিক আইনজীবি মহম্মদ রেজাউলের আগামী ৫ই জুলাই পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিলেন লালবাগ কোর্টের বিচারক।৬ই জুলাই ফের তাকে আদালতে পেশ করা হবে। আইনজীবির বিরুদ্ধে পক্সো আইন সহ একাধিক ধারায় পুলিস মামলা করেছে। ঐ আইনজীবিকে আদালত চত্তর থেকে গ্রেপ্তার করার প্রতিবাদে লালবাগ আদালতের আইনজীবিরা কর্মবিরতির ডাক দিয়েছেন। আইনজীবিদের এই আচরণের প্রতিবাদে মামলাটি লালবাগ আদালত থেকে বহরমপুর আদালতে সরানোর দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিরা। উল্লেখ্য গত 2 জুন তাদের মুরশিদাবাদ পৌরসভা এলাকার গ্যালাক্সি নামে হোটেল থেকে পুলিশ তিনজন কিশোরীকে উদ্ধার করে ।তিন কিশোরী তাদের গোপন জবানবন্দিতে অভিযোগ করেন তাদের জোর করে আটকে রেখে যৌন ব্যবসায় ব্যবহার করা হচ্ছিল । এর পর থেকে পুলিস ঐ হোটেলটি সিল করে দিয়েছে।
হোটেলে আটকে নাবালিকাদের যৌন ব্যবসায় ব্যবহারের অভিযোগ লালবাগে হোটেল সিল
Published on: June 29, 2022















