হেলমেট না পরায়, বেপরোয়া বাইকে মামলা ? রাস্তাতেই লোক আদালত

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মোটর ভেহিকলসের  কেসের নিষ্পত্তিতে লোক আদালত শুরু হল  বহরমপুরে । সাধারন মানুষকে রেহাই দিতে এবার পথে নেমে এল আদালত। কলকাতার বাইরে এই প্রথম শহর বহরমপুরে পরীক্ষামূলক ভাবে মোটর ভেহিকল কেসের তৎক্ষণাৎ  নিষ্পত্তির জন্য শনিবার বহরমপুর গির্জার মোড়েই বসেছিল  ভ্রাম্যমান ট্র্যাফিক লোক আদালত বেঞ্চ। মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আয়োজনে ও মুর্শিদাবাদ পুলিশ জেলার সহযোগিতায় শুরু হয়েছে এই কাজ ।

ডিস্ট্রিক্ট অ্যান্ড  সেশন জাজ ইন্দ্রনীল অধিকারী জানান,   ট্র্যাফিক আইন না মানায় আইনি গেরোয় পড়েছেন যারা তাদের মামলার দ্রুত নিষ্পত্তিতে এদিনের এই আয়োজন। জাতীয় লোক আদালত নিয়ে অত্যন্ত আশাবাদী আয়োজকরা।  বেশ কয়েক মাস আগের হেলমেট না পরা, গতিবিধি না মানার বিভিন্ন  মামলা থেকে মুক্তি পেতে এদিন লোক আদালতে আসেন বহু মানুষ। বিভিন্ন সময়ে ট্র্যাফিক আইন না মানার খেসারত দিতে হলেও মামলার নিষ্পত্তি হওয়ায় স্বস্তি ফেরে।