‘হেরিটেজ’ তকমা পেল জিটিআই , ১৮৪৫ সালে স্থাপিত হয় GTI- বহরমপুরের খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরের খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনকে Khagra GTI School  ‘হেরিটেজ’ Heritage  তকমা দিল পশ্চিমবঙ্গ সরকারের Governemnt of West bengal  হেরিটেজ কমিশন। এই স্বীকৃতিতে  খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র থেকে প্রাক্তনীরাও ।

জিটিআই’এর প্রধান শিক্ষক  ডঃ সন্দীপ দাশগুপ্ত Sandip Dasgupta  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লেখেন, “মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম বিদ্যালয় খাগড়া জি টি আই অবশেষে হেরিটেজ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত পেল। দীর্ঘদিনের লড়াই শেষে এল চূড়ান্ত সাফল্য। গত বছর কমিশন থেকে Inspection এর পর থেকেই আমরা আশার আলো দেখেছিলাম। জেলায় এই প্রথম কোন বিদ্যালয় Heritage Institution হিসাবে স্বীকৃতি পেল। এটা শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, আমাদের জেলার গর্ব, আমাদের সকলের অহঙ্কার। এই আনন্দ আপামর বহরমপুরবাসীর সাথে তথা জেলাবাসীর সঙ্গে আমরা ভাগ করে নিলাম”।

হেরিটজে তকমা পাওয়ায় খুশি জেলার শিক্ষামহলও। The West Bengal Heritage Commission  recognises Khagra GTI – Berhampore, Murshidabad  as Heritage