বহরমপুরে হার্টের চিকিৎসা পরিষেবা কতদূর এগিয়েছে তা নিয়ে হয় আলোচনা আর এন টি হসপিটালের ব্যবস্থাপনায়। হার্টের জটিল সমস্যা থেকে পেশমেকিং এর পরিষেবায় রবীন্দ্রনাথ ঠাকুর ডাইগনেস্টিক অ্যান্ড মেডিক্যাল কেয়ার সেন্টারে বর্তমানে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলা যায়।
আর এন টি হসপিটালে পেশমেকিং এর সুবিধা বহু রোগীকেই জীবনের মূল ছন্দে ফিরতে সাহায্য করছে। আধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে একের পর এক রোগীকে প্রাণের ঝুঁকি কাটিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে পরিবারের হাতে। অসুস্থতার মধ্যেও শহর থেকে ভিন জেলা বা রাজ্যে ছুটে যেতেও আর হচ্ছে না।
বিগত এক বছর ধরে চলে আসা হার্টের চিকিৎসা পরিষেবায় সংক্রান্ত বিষয়ের ওপর একটি সেমিনার হয়ে গেল। বহরমপুরে হার্টের চিকিৎসা পরিষেবা কতদূর এগিয়েছে তা নিয়ে হয় আলোচনা। উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ গোপাল সি ঘোষ, লীলা হসপিটালস প্রাইভেট লিমিটেড চেয়ারপার্সন বিশিষ্ট চিকিৎসক সত্যব্রত কাঞ্জিলাল, স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তি, চিকিৎসক এবং যারা সুস্থ হয়েছেন সেই রোগীরা।সেমিনারে অংশ নিয়ে খুশি সুস্থ হয়ে ওঠা রোগীরা। জানালেন তাদের অভিজ্ঞতার কথা।