হাসপাতালে বন্ধ কোভিড ভ্যাকসিন

Published By: Madhyabanga News | Published On:

হাসপাতাল থেকে আর দেওয়া হবে না কোভিডের ভ্যাকসিন। শনিবার অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অপ্রতিম ঘোষ জানান,  ভ্যাকসিন দেওয়ার জন্য কাজ করছে সরকারি  টাস্ক ফোর্স। ভ্যাকসিনের সিদ্ধান্ত নেবে টাস্ক ফোর্স। রাজ্যের গাইডলাইন হল কোভিড ভ্যাকসিন সেন্টারে অনিশ্চয়তা নিয়ে আর ভ্যাকসিন নিতে আসতে হবে না। বাড়ি বাড়ি দেওয়া হবে কুপন, জানানো হবে সময়ও।

ভ্যাকসিন  নিতে গিয়ে যাতে কোন বিশৃংখলা না ছড়ায়, সেই লক্ষে এবার ভ্যাকসিন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার আগে দুদিন বাড়ি বাড়ি গিয়ে কুপন বা টোকেন বিলি করবে, তা দেখিয়েই ভ্যাকসিন নিতে হবে। শনিবার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানান অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অপ্রতিম ঘোষ।

৮০ র বেশি বয়সের মানুষদের প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। জেলায় ৬২,৮৮৩ জন মানুষ রয়েছেন ৮০ র বেশি বয়সের।

৬ তারিখ ২৬,৫০০ জন ভ্যাকসিন নেবেন, ৭ তারিখ প্রায় ২৫ হাজার মানুষ ভ্যাকসিন নেবেন। সমস্ত ভ্যাকসিনেশন ক্যাম্প হাইস্কুলে হবে। কোন হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার শিবির হবে না।