এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

হাসপাতালে দালাল চক্র, রক্ত পরীক্ষার দালাল ধৃত হাতেনাতে !

Published on: October 30, 2022

Madhyabanga News : সরকারি হাসপাতালে রোগীর কাছ থেকে রক্তের নমুনা নিচ্ছেন বহিরাগত। রক্তের নমুনা নেওয়ার সময় ডোমকল সুপার স্পেসালিটি হাসপাতালে হাতে নাতে ধরা পড়ল ওই দালাল। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে হাসপাতালের মধ্যে রোগীর কাছ থেকে রক্ত পরীক্ষার নমুনা নিচ্ছেন বাইরের কেউ ? জানা গিয়েছে শনিবার রাতে ডোমকল সুপার স্পেসালিটি হাসপাতালে ফিমেল ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর রক্ত পরীক্ষা করতে বলা হয়। পরিবারের অভিযোগ হাসপাতাল থেকে সেই রক্ত পরীক্ষা বাইরে থেকে করাতে বলা হয় এবং সাথে সাথে একজন ব্যক্তি রোগীর কাছ থেকে রক্তের নমুনা নিতে যায়। ওই ব্যক্তি বাইরের ল্যাবের কর্মী বলে দাবি রোগী পরিবারের, একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং রোগী পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত বহিরাগত আজের আলীকে আটক করে পুলিশ। যদিও ফোন মারফত হাসপাতাল সুপার জানান সমস্ত রক্ত পরীক্ষার ব্যবস্থা হাসপাতালেই হয় তবে এমন ঘটনা ঘটলে প্রশাসন ব্যবস্থা নেবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now