হারিয়ে যাওয়া সার্কাস গড়ছেন জঙ্গিপুরের শিল্পী কমলেশ

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News: এক ঝলক দেখে মনেই হতে পারে কোনও সার্কাস কোম্পানি তাবু ফেলেছে। কিন্তু একটু এগিয়ে দেখলেই বোঝা যাবে, সার্কাসের তাবুটা আসলে একটা পুজো মণ্ডপ। আস্ত একটা সার্কাস ময়দানের আদলেই এ বার সেজে উঠেছে মণ্ডপ। দর্শকদের জন্য থাকবে চমক। বড় বাজেটের পুজোর থিম সার্কাস। সেই সার্কাসের সাজসজ্জার দায়িত্ব কাধে নিয়ে ফেলেছেন জঙ্গিপুরের সাহেববাজারের বাসিন্দা, শিল্পী কমলেশ দাস। গত এক মাস হয়ে গেল কাজ শুরু করেছেন। হাতে এখনো ৩০ দিন রয়েছে। এর মধ্যেই কাজ সারতে নেওয়া খাওয়া ভুলেছেন শিল্পী। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, পাখি থেকে শুরু করে জোকারের কেরামতি। কিছুই বাদ পড়েনি। সবটাই তৈরি হচ্ছে। সার্কাসে বারের খেলা কিংবা জীবজন্তুর মডেলগুলি বানানো হয়েছে মূলত থার্মোকল দিয়ে। হয়েছে মাটির ব্যবহার। সবটাই খুব রঙিন , ঠিক হারিয়ে যাওয়া সার্কাসের রঙিন দিনগুলির মতোই। গত দুবছর পুজোর জাকজমক কম ছিল। এবার ফের জমকালো আয়োজন । কাজের বরাত পেয়ে খুশি শিল্পী।