২৬এপ্রিলঃ ভোট শুরু হতেই অশান্তির অভিযোগ রানিনগরে। বুথে এজেন্ট বসতে বাধা দেওয়া, বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করেন বিজেপি প্রার্থী মাসুয়ারা খাতুন নিজেই।
বিজেপি প্রার্থী মাসুয়ারা খাতুন অভিযোগ করেন, রানীনগর সেনপাড়া ১৭৬ নম্বর বুথে হামলা হয় তার উপর , মারধরের হুমকি দেওয়া হয়। এজেন্টকে মারধর করা হয়,পথ আটকানো হয়, বুথের ভেতর যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন সৌমিক হোসেন।
ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও, ওই এজেন্টের দাবি, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ।















