হাত দিয়ে ঢাকা চোখ। দেখে মনে হচ্ছিল নদীর ধারে শুয়ে কেউ। কাছে যেতেই আঁতকে উঠলেন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  সাত সকালে নদীর ধারে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ভরতপুরে ।  ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে ময়ূরাক্ষী নদীর ধারে গ্রামবাসীরা দেখেন, নদীর পাশে শুয়ে রয়েছেন এও ব্যক্তি। হাত দিয়ে চোখ ঢাকা। কাছে যেতেই আঁতকে ওঠেন গ্রামবাসীরা। বুঝতে পারেন জীবত নন ওই ব্যক্তি, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে ওই ব্যক্তির এখনও পরিচয় জানা যায় নি। স্থানীয়রাই খবর দেন পুলিশকে।

কী ভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা খতিয়ে  দেখছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ভরতপুর থানার পুলিশ।   ভরতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল এবং মৃতদেহ নদীর ধারে এলো তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

See also  আর্থিক সাহায্যের আশায় পরিবার