“হাত জোড় করে বলছি ব্যবস্থা করুন”, আর্তি ভাঙন বিধ্বস্ত গ্রামের বাসিন্দাদের

Published By: Madhyabanga News | Published On:

“হাত জোড় করে বলছি কিছু একটা  ব্যবস্থা করুন”, আর্জি  জানাচ্ছেন বনিতা সরকার। বনিতা সরকার  ভাঙন বিধ্বস্ত মহেশটোলা গ্রামের  বাসিন্দা । ফের গঙ্গা ভাঙন শুরু হয়েছ সামসেরগঞ্জের মহেশটোলায় । একদিকে কনকনে শীত অন্যদিকে ফের গঙ্গা ভাঙনের ভয়াবহতা। এর মধ্যেই   মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশটোলা গ্রামে আবারও নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন।

ধীরে ধীরে ধসে যাচ্ছে নদী পাড়। চারদিকে ধরেছে ফাটল। ইতিমধ্যেই  ৫০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। আতঙ্কে ঘুম উড়েছে গঙ্গা পাড়ের বাসিন্দাদের।

স্থানীয়রা বলছেন, সোমবার গভীর রাত থেকেই শুরু হয়েছে নদী পাড় ভাঙন। পরিবার পরিজন নিয়ে আতঙ্কিত অসংখ্য পরিবার।

বিড়ি শ্রমিক নিবিড়  এলাকা সামসেরগঞ্জ । সামান্য  রোজগার দিয়ে কোনরকমে সংসার চলে ।  আশংকা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না হলে  মাথা গোঁজার  ঠাই  হারিয়ে খোলা আকাশের নীচে আশ্রয়  নিতে বাধ্য হবেন গ্রামবাসীরা।  নদী পাড়ে ভয়াবহতা দেখে ছাড়া উপায়  নেই মহেশটোলার বাসিন্দাদের।  চাইছেন, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিক সরকার।