এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

হাতে আর দশদিন, হুমকি হুমায়ুনের

Published on: March 21, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২১ মার্চঃ  ভরতপুরে  দলের বিরুদ্ধ গোষ্ঠীকে দশদিন সময় দিলেন হুমায়ুন কবীর। ভরতপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবীর রবিবার সালারে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে বিধানসভার সাংগঠনিক সভা থেকে বেঁধে দিলেন এই  সময়সীমা।

এদিনের সভায় ছিলেন না  ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূলের দুই সভাপতি নুর আলম, সঞ্জয় সরখেল , ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আজারুদ্দিন সিজার  সহ দলের একাংশের নেতা ।

বিরোধী গোষ্ঠী নিয়ে হুমায়ুন কবীর বলেন,

 ” অনীহা আর দুষ্টুমি বেশিদিন সহ্য করবো না। দশদিন পর্যন্ত লক্ষ্য করবো তারা কী ধরনের সিদ্ধান্ত নেবে। তারপর অলআউট লড়াই হবে। খেলা হবে” ।

পায়ে চোট থাকায় তিনি যেতে পারেনি, তবে দলের একাংশ কেন অনুস্পস্থিত তা জানা নেই বলেই জানান ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন ।

একই সাথে হুমায়ুনের হুঁশিয়ারি,  যারা প্রধান মেম্বার তারা  ভোট যদি না করে।  দুই তারিখের পর সাত দিনের মধ্যে তাঁদের ব্যবস্থা হবে।

হুমায়ুন আর মহম্মদ আজাহারউদ্দিন ওরফে সিজারের দ্বন্দ্বে টানটান এখন ভরতপুরের নির্বাচনের খেলা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now