হাজারদুয়ারি খুলুক, ফিরুন পর্যটকরা, দাবি মুর্শিদাবাদে

Published By: Madhyabanga News | Published On:

পর্যটনের মরশুমে ফের করোনার ছোবল। ফের সরকারি নির্দেশে  বন্ধ হাজারদুয়ারি সহ মুর্শিদাবাদের পর্যটনকেন্দ্রগুলি। হাজারদুয়ারির দরজা পর্যটকদের জন্য বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে টাঙ্গা চালক থেকে স্থানীয় হকারদের।  হাজারদুয়ারী সহ অন্যান্য পর্যটন কেন্দ্র গুলি খোলার দাবীতে এবার মঙ্গলবার  লালবাগে বিক্ষোভ দেখাল  মুর্শিদাবাদ পর্যটক সহায়তা মঞ্চ ।

টানা দুবছর ধরে বিধিনিষেধের  জেরে দফায় দফায় বন্ধ হয়েছে হাজারদুয়ারি ।  ক্ষতি হয়েছে  মুর্শিদাবাদের পর্যটন শিল্পে।  এই পর্যটনের সঙ্গে জড়িয়ে  রয়েছেন  কয়েক হাজার মানুষ। টাঙা চালক, গাইড, হোটেল ব্যবসায়ী, হস্ত শিল্পের সাথে যুক্ত বহু মানুষের রুটি রুজি চলে পর্যটনের  উপর নির্ভর করে।

পর্যটনের উপর নির্ভরশীল সকল জীবিকার স্বার্থে কোভিড  বিধিকে মান্যতা দিয়ে,  নিয়ন্ত্রিত পর্যটন নিয়ে হাজারদুয়ারী সহ সকল পর্যটন কেন্দ্র গুলিকে খোলার দাবী এদিন জানান মুর্শিদাবাদ পর্যটক সহায়তা মঞ্চের সদস্যরা ।

মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে হাজারদুয়ারী সংলগ্ন এলাকায় প্রতীকী বিক্ষোভও  দেখান হয়। বিক্ষোভে সামিল হন টাঙা চালক, গাইড, হোটেল ব্যবসায়ী, হস্ত শিল্পের সাথে যুক্ত মানুষেরা।  বিক্ষোভকারীদের দাবি গঙ্গা সাগর সহ অন্যান্য সমস্ত কিছু শর্ত সাপেক্ষে খোলা থাকলেও হাজারদুয়ারী বন্ধ কেন । তাই ৫০% বা নিদিষ্ট সংখ্যক পর্যটক নিয়ে খুলে দেওয়া হোক হাজারদুয়ারী সহ পর্যটন কেন্দ্র গুলিকে।