হাইওয়েতে বসে বিজ্ঞানের ক্লাস ! স্কুল খোলার দাবিতে অবরোধ রঘুনাথগঞ্জে

Published By: Madhyabanga News | Published On:

স্কুল বন্ধ তাই রাস্তাতেই ক্লাস! অভিনব কায়দাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্রযুব সংগঠন। এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের দাবি স্কুলছুটদের পুনরায় স্কুলে ফেরাতে হবে, অবিলম্বে স্কুল খুলতে হবে। এই দাবিতে সপ্তাহের প্রথম দিনেই স্কুল খোলার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে প্রতীকী ক্লাস করে অবরোধ করল এসএফআই, ডিওয়াইএফআই রঘুনাথগঞ্জ লোকাল কমিটি।

এদিন সংগঠনের তরফে ওমরপুর মোড়ের কাছে জাতীয় সড়কের উপর রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক ও জঙ্গিপুর পৌর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের বসিয়ে প্রায় এক ঘণ্টা ধরে প্রতিবাদের ক্লাস হল। এই প্রতিবাদ সভায় শিক্ষকরাও হাজির থেকে ক্লাস নিলেন। রীতিমতো বোর্ড টাঙিয়ে ক্লাস চলল এক ঘণ্টা। ছাত্র সংগঠনের সদস্যদের দাবি- মাঠে ঘাটে ক্লাস নয় ক্যাম্পাসে ক্লাস শুরু হোক। পড়ুয়ারাও বলছে তারা স্কুলে যেতে চায়। ঘণ্টা খানেক ধরে চলে প্রতীকী অবরোধ,বিক্ষোভ। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।