কেউ নিয়ে গেলেন সেডাম গ্রাস,ডাবলপেটাল্ড আলামোন্ডা, বিনিময়ে হাইব্রীড পিঙ্ক রেইনলিলি আর অ্যামোরিলিস লিলি নিয়ে বাড়ি ফিরলেন । কেউ আবার ঝুমকো বেগুন, পোর্তুলিকা নিয়ে ফিরলেন বাহারী জবার বিনিময়ে। দেখা মিলল হরেক রকম ক্যাকটাস, রেইনট্রি , ডেভিল ব্যাকবোন থেকে অ্যাডিনিয়ামের। এরকমই হরেক গাছের মেলা বসল রবিবার বহরমপুর ব্যারাক স্কোয়ারে।
রবিবার হরেক রকমের গাছ নিয়ে স্কোয়ার ফিল্ডের পোস্ট অফিসের সামনের প্রান্তে মিলিত হয়েছিলেন শহরের বাগান প্রেমীরা। ভাগ করে নিলেন গাছের চারা, বীজ। গাছ প্রেমীরা জানান ‘বাগান / Garden’ নামের ফেসবুক গ্রুপের পক্ষ থেকে নেওয়া হয়েছিল উদ্যোগ। নিজেদের মধে কথা বলে একসাথে দেখা করে গাছ বিনিময় করলেন মুর্শিদাবাদের বাগানপ্রেমীরা। মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। উদ্যোক্তারা জানাচ্ছেন আগামী দিনে আবার এরকম উদ্যোগ নেওয়া হবে।