হরিয়ানা থেকে গ্রেফতার, ফারাক্কায় নাবালিকা খুনে মূল অভিযুক্ত

Published By: Madhyabanga News | Published On:

নাবালিকা খুনের ঘটনায় পাঁচ দিন পর হরিয়ানা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ফিটু শেখ । ধৃত বক্তি ফরাক্কা মহেশপুর পূর্ব শিবতলার এলাকার বাসিন্দা । গত শনিবার সকালে ফরাক্কা মহেশপুর এলাকায় গঙ্গা থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।

পরিবারের অভিযোগ নাবালিকাকে  খুন করা হয়েছে । ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।  ঘটনার তদন্তে নামে ফরাক্কা থানার পুলিশ।  সেই তদন্তেই   ফরাক্কার মহেশপুর পূর্ব শিবতলার এলাকার ফিটু শেখের নাম উঠে আসে।  ঘটনার দিন শনিবার রাতে ফিটু সেখ হরিয়ানা পাড়ি দিয়েছিলেন।

ফরাক্কা থানার পুলিশ মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে গ্রেফতার করে ফিটু শেখকে । বৃস্পতিবার সকালে ১০ দিনের রিমান্ডে চেয়ে ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ।

See also  পাড়ায় শিক্ষালয়ে নিরাশ শিক্ষকরাই