হরিহরপাড়া, বড়ঞায় উদ্ধার বন্দুক, স্কুলের পিছনে বোমা ফারাক্কায়

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রাজ্য প্রশাসনের নির্দেশের পরেই  জেলাজুড়ে চলছে অস্ত্র উদ্ধার। বৃহস্পতিবারও মুর্শিদাবাদজুড়ে বেআইনী অস্ত্র, বোমা উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার গভীর রাতে বড়ঞা থানার  ভবানীনগর গ্রামে পুলিশের অভিযান চলে। আজগার খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ  থেকে একটি ৬.৭৫ এম এম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

হরিহরপাড়া থানার তরতিপুর ইজ্জতের মোড় এলাকায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ  গ্রেফতার হন এক ব্যক্তি।   উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম চাঁন্দু আনসারী, তিনি ওই  এলাকারই বাসিন্দা ।

বৃহস্পতিবার ফারাক্কায়  ব্যাগ ভর্তি বোমা,   বারুদ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার হয় । ফরাক্কার কুলির হাজারপুর শিশুশিক্ষা কেন্দ্রের ঠিক পিছনেই আম ও লিচু বাগানের ভেতর সন্দেহজনক অবস্থায় ব্যাগ উদ্ধার করে পুলিশ। তিনটি ব্যাগের মধ্যে দুটি ব্যাগে বারুদ সহ বোমা তৈরীর সরঞ্জাম পাওয়া যায় এবং একটি ব্যাগে থাকে বোমা। এলাকা ঘিরে রাখে ফরাক্কা থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।