হরিহরপাড়ায় মেম্বারের শ্বশুর, ভাসুর, জা সহ ৬ আত্মীয়দের নাম আবাস যোজনার লিস্টে !

Published By: Madhyabanga News | Published On:

মামিনুল ইসলামঃ হরিহরপাড়াঃ আছে পাকা বাড়ি। তাও  আবাস যোজনার লিস্টে পাওয়া যাচ্ছে  গ্রাম পঞ্চায়েত  মেম্বারের শ্বশুর, ভাসুর, জা সহ ৬ আত্মীয়দের নাম।   তৃণমূলের বুথ সভাপতির স্ত্রীর নামও   রয়েছে আবাস যোজনার তালিকায়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে  তৃণমূল কংগ্রেস  পরিচালিত হরিহরপাড়া চোয়া গ্রাম পঞ্চায়েতে।

বোরাকুলি সংসদের তৃণমূল পঞ্চায়েত মেম্বার ফতেমা বিবির ৬ আত্মীয় স্বজনদের নাম থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এবিষয়ে অভিযুক্ত মেম্বার কিছু বলতে চান নি । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন হরিহরপাড়ার  বিডিও রাজা ভৌমিক । আবাস যোজনার ঘরের লিস্ট নিয়ে এর আগেও একাধিক অভিযোগ শোনা গিয়েছে। ফারাক্কাতে প্রধানের শ্বাশুরির নামও দেখা গিয়েছে আবাস যোজনার তালিকার। এবার হরিহরপাড়ার চোয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য ফতেমা বিবির ৬ আত্মীয়ের নাম উঠে এলো আবাস যোজনার তালিকার। পঞ্চায়েত সদস্যের শ্বশুর নেফাজউদ্দিন, তাঁর কাকা শ্বশুর জায়েদ আলী ফকির, তাঁর আত্মীয় জাহানারা বিবি , জেসমিনা খাতুন, শামসুল শেখের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়।
এরা সকলেই পঞ্চায়েত সদস্য ফতেমা বিবির নিকট আত্মীয় । শুধু পঞ্চায়েত সদস্যের আত্মীয়ই নয় এর পাশাপাশি এই সংসদে তৃণমূলের বুথ সভাপতি সাহেব জানের স্ত্রী,  আশা কর্মী নার্গিস বেগমের নামও রয়েছে এই তালিকায় । আশা কর্মীর বাড়ি রঙ করা ঝাঁ চকচকে তারপরেও কিভাবে ঘরের লিস্টে নাম এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও তালিকার নাম থাকা উপভোক্তাদের দাবি তাঁদের আগে পাড়ি বাড়ি ছিল না, সার্ভের পর তাঁদের পাকা বাড়ি হয়েছে।
এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে পঞ্চায়েত প্রধান। কিভাবে একই সংসদে মেম্বারের নিকট আত্মীয়দের নাম আসলো আবাস যোজনায়। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান মুর্শিদা বিবির   দাবি , যদি কোন পাকা বাড়ির মালিকের নাম  আবাস যোজনার লিস্টে থাকে, তাহলে  সেই নাম কাটা  যাবে।
হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিকের আশ্বাস,  আবাস লিস্টে নাম থাকলেই বাড়ি পাবে তা তো নয়, প্রত্যেক টা বাড়ি সার্ভে করা হচ্ছে । প্রাথমিক ভাবে আশা আইসিডিএস কর্মীরা সার্ভে করেছে তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুপার চেকিং করা হচ্ছে। এমন কোন অভিযোগ থাকলে তাহলে যদি সে যোগ্য না হয় তাহলে তার  নাম কাটা যাবে এবং সরকারি ব্যবস্থাপনা নেওয়া হবে।