হরিহরপাড়ায় ভোটারদের হুমকি দিচ্ছে কংগ্রেস, অভিযোগ তৃণমূল প্রার্থী নিয়ামত সেখের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৯  এপ্রিলঃ হরিহরপাড়ায় ভোটারদের হুমকি দিচ্ছে কংগ্রেস, অভিযোগ করলেন এই কেন্দ্রের  তৃণমূল কংগ্রেস  প্রার্থী নিয়ামত সেখ।

হরিহরপাড়া বিধানসভার মসুর ডাঙ্গায় এদিন নিয়ামত দেখ অভিযোগ করেন , ঐ এলাকার  বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে কংগ্রেস কর্মীরা ।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী। ঘটনাস্থলে পৌচ্ছায় সেন্ট্রাল ফোর্সও  । সাধারণ ভোটারদের ভোট নির্বিঘ্নে ভোট দেওয়ার আবেদন করে তারা। এলাকায় চলে পুলিশি  টহলদারি।

নিয়ামতের অভিযোগ, কংগ্রেস নেতা কামাল সেখের নেতৃত্বে চলে পাড়ায় পাড়ায় হুমকি।

ধবার রাত্রে হরিহারপাড়ার হোসেনপুরে কংগ্রেস কর্মীদের  বাড়ি ভাঙচুর ও গাড়ি ভাঙচুর করার  অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে  ।

কংগ্রেসের দাবি, এজেন্ট না বসানোর হুমকি দেয় তৃণমূল।

কংগ্রেস প্রার্থী মীর আলমগিরের  দাবি,  হোসেনপুর বুথ উত্তেজনাপ্রবণ বলে  আগেই প্রশাসনকে জানান হয়েছিল কিন্তু  প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত সেখ অবশ্য বলেন, এই রকম কোন ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কর্মীরা যুক্ত নয়।

ভোটের সকাল থেকে এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী।