হরিহরপাড়ায় পাট্টা প্রদান ভূমিহীনদের

Published By: Madhyabanga News | Published On:

মামিনুল ইসলামঃ হরিহরপাড়া ব্লকের ভূমিহীন পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দিল হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি। হরিহরপাড়া ব্লকের কন্যাশ্রী যোদ্ধা পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। এদিন ১৭৩ টি পরিবারের হাতে পাট্টার কাগজ তুলে দেওয়া হয় আনুষ্ঠানিক ভাবে । তার মধ্যে ১৫৩ জনকে কৃষি জমিও দেওয়া হল। বাকি ২০ জনকে ঘর তৈরির জন্য জমি দেওয়া হয়।এই সমস্ত পরিবার দীর্ঘদিন ধরেই সরকারি খাস জমিতে বসবাস করলেও জমির কোন কাগজ ছিল না। তাই সরকারের তরফে তাদের হাতে জমির কাগজ তুলে দেওয়া হল। এতদিন পর্যন্ত তাদের নামে কোনও জমি না থাকায় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত ছিলেন। বিশেষ করে আবাস যোজনা , গীতাঞ্জলি প্রকল্পর সুবিধা নিতে পারছিলেন না তারা। এখন তাদের নামে জমি হয়ে যাওয়ায় সরকারি আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়ার ব্যবস্থা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক। মহকুমা শাসক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস,বিধায়ক নিয়ামত শেখ ,পঞ্চায়েত সমিতির সভাপতি সর্গীজা বেগম , বিডিও রাজা ভৌমিক , ব্লক স্বাস্থ্য আধিকারিক মহম্মদ সাফি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।