হঠাৎ বৃষ্টি মুর্শিদাবাদে , ব্যাপক ক্ষতি চাষে

Published By: Madhyabanga News | Published On:

হঠাৎ  বৃষ্টিতে  চরম ক্ষতির মুখে মুর্শিদাবাদের কৃষকরা ।  মাঘের শেষে গত সপ্তাহের পর ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাত মুর্শিদাবাদ জেলা জুড়ে। বৃহস্পতিবার ভোর থেকেই কখন হালকা কখন মাঝারি বৃষ্টিপাত দেখা যায় জেলার বিভিন্ন যায়গায়। রবি মরসুমে বারবার বৃষ্টির জেরে ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

এই সময় অনেক জমিতেই আলু, সরষে, মসুর, সহ নানা ফসল ও সবজি রয়েছে। তবে বারবার বৃষ্টির জেরে ফসলে ক্ষতির আশঙ্কার মাথায় হাত পড়েছে কৃষকদের। বিভিন্ন জায়গার পাশাপাশি ক্ষতির মুখে সাগরপাড়ায় চাষিরা। ইতিমধ্যেই জমিতে বিঘার পর বিঘা সরিষা পাকা অবস্থায় রয়েছে, এছাড়াও নানা সবজি চাষেও ক্ষতির জেরে চিন্তা বাড়ছে কৃষকের। সাগরপাড়ার কান্দিপাড়া, ধনিরামপুর, দেবীপুর, জয়পুর, সাহেবনগর সহ অন্যান্য এলাকার কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।