মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী। রবিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়াল সাগরপাড়ার খয়রামারী বাগিচাপাড়া এলাকায় । যদিও যুবতীয় অভিযোগ মানতে নারাজ যুবকের পরিবার। যুবতীর অভিযোগ ওই গ্রামেরই বাসিন্দা হাসিনুর মোল্লার সাথে মাস খানেক আগে বিয়ে হয় ওই যুবতীর। বিয়ের পর তারা আত্মীয়ের বাড়িতে ছিল। তবে এই বিয়ে মানতে রাজি ছিল না যুবকের পরিবার। কয়েকদিন আগে যুবতীর স্বামী হঠাৎই নিখোঁজ হয়ে যায়, এরপরই এদিন স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবতী। যুবতীর অভিযোগ তার স্বামীকে শ্বশুর বাড়ির সদস্যরা কোথাও লুকিয়ে রেখেছে। যদিও ওই যুবতীর অভিযোগ মানতে নারাজ যুবকের পরিবার।
এই ভাবে বাড়ির সামনে যুবতীর ধর্নার ঘটনায় চাঞল্য ছড়িয়েছে এলাকায় ৷
স্বামী নিখোঁজ, ফিরে পেতে ধর্নায় বসল যুবতী
Published By: Madhyabanga News |
Published On: