স্বাধীনতা দিবসের আগে চাহিদা তুঙ্গে তেরঙ্গা পতাকার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ রাত পোহালেই ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। করোনা পরিস্থিতির মধ্যে স্বাধীনতা দিবস পালিত হবে দেশ জুড়ে। করোনা বিধি মেনেই উদযাপিত হবে স্বাধীনতা দিবস। বিশেষ দিন উদযাপনে বহরমপুর শহরে প্রস্তুতি কেমন চলছে? প্রত্যেক বছরের মতো তেরঙ্গা পতাকা, ব্যাজ, টুপি, ও অন্যান্য সামগ্রীর বেচা কেনা কেমন চলছে? সেই খোঁজ নিতেই শহরের বিভিন্ন মার্কেটে হাজির আমরা। সেখানে দেখা গেল- অন্যান্য বারের মতোই ছবি। তেরঙ্গা পতাকায় ঢেকেছে দোকান। রয়েছে প্রচুর সামগ্রী। বিক্রেতারা বলছেন, এবছর বিকিকিনিতে একটু ভাটা পরলেও মোটের ওপর ব্যবসা ভালোই হচ্ছে। রাখির মন্দা বাজারের আক্ষেপ ১৫ ই অগাস্টের আগে কিছুটা মিটছে।

এবছর জমায়েত, লোক সমাগম হবে না করোনা পরিস্থিতির জন্য। ফলে অন্য ভাবে, ছোট করে, একান্তে স্বাধীনতা দিবস পালনের অপেক্ষায় জেলাবাসি।