মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২ ডিসেম্বরঃ বহরমপুরঃ অপেক্ষার হল অবসান। শুনশান ষ্টেশন চত্বরে ফিরল যাত্রীদের ভিড়। ট্রেনের অপেক্ষায় অধীর হলেন যাত্রীরা। চেনা ছবি ফিরে এল বুধবারের খাগড়াঘাট স্টেশনে। ২ রা ডিসেম্বর থেকে চালু হল কাটোয়া- আজিমগঞ্জ শাখায় লোকাল ট্রেন চলাচল । দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই শাখায় লোকাল ট্রেন চালু হওয়ায় স্বস্তি ফিরল যাত্রীদের। প্রায় আট মাস পর বুধবার থেকেই কাটোয়া- আজিমগঞ্জ শাখায় লোকাল ট্রেন চলাচল করল। শুরুতেই এই শাখায় চার জোড়া ট্রেন সারাদিনে যাতায়াত করবে। সামাজিক দূরত্ব বিধি মেনেই যাত্রীদের ট্রেনে যাতায়াতে জোর দেওয়া হচ্ছে। খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল এদিন। গন্তব্যে যেতে প্ল্যাটফর্মে দেখা গেল চেনা ছবি। করোনা আবহের মধ্যেই মনে ভয় থাকলেও লোকাল ট্রেনের চাকা গড়ানোয় স্বস্তি ফিরল যাত্রীদের।
কাটোয়া- আজিমগঞ্জ শাখার লোকাল ট্রেনের সাথেই এদিন নির্ধারিত সময়েই ভাগীরথী এক্সপ্রেস চলে। সব নিয়ে দীর্ঘ কয়েক মাস পর ট্রেন পরিষেবা ফের সচল হওয়ায় স্বস্তি ফিরল অফিস যাত্রী থেকে সাধারন মানুষ, ব্যবসায়ীদের। রেল সুত্রে জানা যায়, ১১ নভেম্বর থেকে কাটোয়া জংশন থেকে হাওড়া, ব্যান্ডেল ও বর্ধমান এই তিন শাখায় ২৩ জোড়া লোকাল ট্রেন চলাচল শুরু হলেও ব্রাত্য থাকে শুধু কাটোয়া- আজিমগঞ্জ শাখা। যা নিয়ে যাত্রীদের মধ্যেও ব্যাপক ক্ষোভ ছিল। এই শাখা দিয়েই পূর্ব বর্ধমান জেলার একাংশের সঙ্গে মুর্শিদাবাদ জেলার যোগাযোগ স্থাপন করা হয়। প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে থাকেন এই শাখায়। মুর্শিদাবাদ জেলার একাংশের মানুষ এই শাখা দিয়েই কলকাতা যাতায়াত করেন। স্বভাবতই লোকাল চালু হওয়ায় যাত্রীরা স্বস্তিতে, তা বলার অপেক্ষা রাখে না।
স্বস্তি ফিরল আজিমগঞ্জ কাটোয়ায়
Published By: Madhyabanga News |
Published On: