স্পিকার নির্বাচন বয়কট থেকে রাজ্যে কেন্দ্রীয় দল; বিজেপির বিরুদ্ধে সরব অধীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৮মেঃ স্পিকার নির্বাচন বয়কট থেকে রাজ্যে কেন্দ্রীয় দলের আসা নিয়ে  বিজেপির বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

শনিবার বহরমপুরে কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন থেকে  রাজ্যে কেন্দ্রের দল নিয়ে অসন্তোষ  প্রকাশ  করেন অধীরের।

আইন শৃংখলা রাজ্যের এক্তিয়ারের মধ্যে পরে। সেই কারণেই,  কেন্দ্রীয় দলকে রাজ্যে পাটাঠানোর মধ্যে দিয়ে সংকীর্ণতার গন্ধ দেখছেন অধীর।

অধীর বলেন, মানুষের রায় শেষ কথা। পরাজয় মেনে নিতে হবে বিজেপিকে। কেন্দ্রীয় দল না পাঠিয়ে কোভিড বাহিনী পাঠাক কেন্দ্র।

অধিরের দাবি, প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হলে; কেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন না ?

বিধানসভায় স্পিকার নির্বাচনে বিজেপি’র যোগদান না করার সিদ্ধান্তেরও বিরোধিতা করেন অধীর।

অধীর বিজেপির’র সিদ্ধান্তকে ‘রাজনৈতিক সংকীর্ণতা, বালখিল্যতার পরিচয়’ বলেই মনে করছেন। অধীর বলেন,  বিধানসভা বয়কটের মধ্য দিয়ে মানুষের রায়কে অবজ্ঞা করা হয়।

অধীর চৌধুরীর দাবি, হার মেনে নিতে না  পারেনি বিজেপি। তিনি  বলেন, “সমস্ত কিছুর মধ্যেই লুকিয়ে আছে পরাজয় না মেনে নেওয়ার এক সংকীর্ণ মানসিকতা”।

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে অধীরের এই মন্তব্য শুরু হয়ে নতুন জল্পনা। এদিন  বিজেপি’কেই  মূল আক্রমণের লক্ষ্য করেন অধীর। নরম ছিলেন তৃণমূল কংগ্রেস নিয়ে।

কোভিড মোকাবিলায় সমস্ত দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।