সিনেমা Bunty Aur Babli কেও হার মানিয়ে দিল বিয়ের নামে প্রতারণা। স্বামী সাজতেন ঘটক, স্ত্রী সাজতেন পাত্রী। নকল পরিচয় দিয়ে ফাঁদে ফেলেছেন বহু পরিবারকে। এবার সেই প্রতারক জুটিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের গচ্চি নয়াহাট এলাকায় অভিযান চালান পুলিশ। গ্রেপ্তার হন স্বামী ওকার উদ্দিন (৩৬) ও স্ত্রী সেলিনা আক্তার (৩২) ।
কীভাবে ফেলতেন প্রতারণার জাল ? ছক কষেই ওকার উদ্দিন ঘুরতেন বিবাহ বিচ্ছিন্ন বা স্ত্রী মারা গিয়েছেন এরকম ধনী ব্যক্তির সন্ধানে। তাদের সাথে পরিচয় করে দেওয়া হয় সুন্দরী পাত্রীর সাথে বিয়ে দেওয়ার টোপ। পাত্রীর সাথে ফোনে বা ভিডিও করে কথাও বলানো হতো। এর পরই কখনও চিকিৎসার কথা বলে, কখনও মোবাইল ফোন কেনার নাম করে চাওয়া হতো টাকা। টাকা পাওয়ার পরে বেঁকে বসতেন ‘পাত্রী’। অন্তরঙ্গ আলাপের রেকর্ড শুনিয়ে করা হতো ব্ল্যাক মেল। চাওয়া হতো মোটা অংকের টাকা।
পুলিশি জেরায় স্বামী, স্ত্রী স্বীকার করেছেন অপরাধ। আর কারা যুক্ত আছেন এই চক্রে, জানতে তদন্ত চালাচ্ছে চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের পুলিশ।
(ছবিঃ প্রতিকি)