স্ক্রাব টাইফাসে আক্রান্ত মুর্শিদাবাদের তিন জন ভর্তি মেডিক্যাল কলেজ হাসপাতালে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা : বহরমপুর ৩০ শে জুন – করোনা বৃদ্ধির পাশাপাশি স্ক্রাব টাইফাসে আক্রান্ত তিন জনের খোঁজ মিলেছে মুর্শিদাবাদে। এই মরশুমে গত সাত দিনে তিনজন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে একসাথে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল কলেজ সুত্রে জানা গেছে তিন জনের অবস্থা স্থিতিশীল। মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালের এমএসভিপি ডা: অমিয় কুমার বেরা জানিয়েছেন স্ক্রাব টাইফাস নিয়ে অযথা আতঙ্কের কোন কারণ নেই। এখন স্ক্রাব টাইফাসে আক্রান্তের পরীক্ষা পদ্ধতিও খুব সহজলভ্য হয়ে গেছে। সঠিক চিকিৎসা করলে দ্রুত সেরে যাবে। প্রত্যেককে সজাগ ও সচেতন থাকবেন এ বিষয়ে।
চিকিৎসকেরা বলছেন স্ক্রাব টাইফাসের জন্য অ্যালাইজা টেস্ট করতে হবে । কোন কোন রোগীর ক্ষেত্রে দংশনের জায়গায় একটি ক্ষত চিহ্ন দেখা দিয়েছে। আবার কারও ক্ষেত্রে কোন চিহ্ন দেখা যায় না। এই রোগের উপসর্গের ক্ষেত্রে ডেঙ্গু,ম্যালেরিয়া,ভাইরাল ফিবারের লক্ষণের মিল দেখা যায় ফলে এই রোগ নির্ণয়ে অনেক সময় দেরি হয়ে যায়।