স্কুল খুললে মানতেই হবে এই নিয়মগুলি Wb Schools opening Rules

Published By: Madhyabanga News | Published On:

আগামী ১৬ ই নভেম্বর থেকে খুলছে স্কুল |কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্যও আলাদা করে নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। ক্লাস শুরু হলে যে নিয়ম গুলি মানতেই হবে,সেই তালিকা প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ | করোনা আবহে প্রায় ২বছর বন্ধ ছিল স্কুল কলেজ | স্কুলের চেনা ছবিটাই দেখা যাবে আগামী ১৬ই নভেম্বর থেকে | স্কুলের ক্ষেত্রে সরকারি নিয়মগুলি মানতেই হবে।

নিয়মগুলি হলঃ  ১. নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৬ নভেম্বর ২০২১ স্কুল খুলবে |                                 ২. স্কুলের নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস হবে |

৩. প্রত্যেকে ছাত্র- ছাত্রী কে স্কুল শুরুর ৩০ মিনিট আগে আসতে হবে |
৪. নির্দেশিকায় আরও বলা হচ্ছে, নবম ও একাদশ শ্রেণীর ক্লাস সকাল ১০ টা থেকে বিকাল ৩:৩০ টা পর্যন্ত চলবে |

৫.  দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস সকাল ১১ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত চলবে |

৬. প্রাকটিক্যাল ক্লাস ও শুরু হবে ১৬ ই নভেম্বর থেকে |

৭. প্রত্যেকটি ক্লাসের ছাত্র ছাত্রীদের কোভিড বিধি মেনে ক্লাসে বসতে হবে | ছাত্র -ছাত্রীর সংখ্যার উপর নির্ভর করে আলাদা ঘরে বসার ব্যবস্থা করতে হবে |

৮. স্কুলে কোনো রান্না করা মিড ডে মিল দেওয়া হবে না | আগের মতোই মিড ডে মিল সামগ্রী ছাত্রদের দিয়ে দেওয়া হবে |

৯.প্রত্যেক শিক্ষার্থী কে মাস্ক পরে থাকতে হবে।
১০. স্কুলের প্রত্যেকটি ক্লাসরুম অবশ্যই স্যানিটাইজ করা হতে হবে |

১১.ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে |

১২.এই মুহূর্তে স্কুলে কোনো রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলা করা যাবে না |

তবে এতো কড়া নিয়মের মধ্যে কি পড়ুয়াদের বাঁধা সম্ভব নাকি সেই চিন্তা করছেন অভিভাবকদের অনেকেই | এই মুহূর্তে অভিভাবক সহ পড়ুয়া সকলেই স্কুল খোলার দিকে মুখিয়ে রয়েছেন |