স্কুলে ঝাঁট দিতে হচ্ছে পড়ুয়াদের, জল আনতে হুকুম ! অভিযোগ তুলে ফারাক্কায় স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

Published By: Madhyabanga News | Published On:

মিলন সরকারঃ স্কুল পড়ুয়াদের দিয়ে করানো হচ্ছে স্কুল পরিষ্কার, শৌচালয় পরিষ্কার সহ অন্যান্য কাজ। এমনই অভিযোগ এনে স্কুলে শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা । বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ফরাক্কার ২০ নম্বর বিন্দুগ্রাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবক থেকে পড়ুয়াদের অভিযোগ বিদ্যালয়ে স্কুলের ছাত্রীদের স্কুলে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে শৌচালয় পরিষ্কার করানো হচ্ছে এবং তা না করলে নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।

অভিযোগ, শিক্ষকদের শৌচালয়ের জন্য ছাত্রদের আনতে বলা হচ্ছে জল। এই অভিযোগ পেয়েই এদিন দুপুরে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। শিক্ষক শিক্ষিকাদের সাথে রীতিমত তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। এতেই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। যদিও অভিভাবকদের অভিযোগ মানতে নারাজ স্কুল কতৃপক্ষ। প্রধান শিক্ষক নন্দদুলাল ঘোষের দাবি নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযান চলায় ছাত্র ছাত্রীদের স্বচ্ছতার বিষয়ে শেখানো হচ্ছে।