সৌমিক হোসেনের ‘ভাগ্য’ এখন শুভেন্দু অধিকারীর হাতে

Published By: Madhyabanga News | Published On:

অর্ক সোম বহরমপুর ১০ই জুলাই – ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনের ‘ভাগ্য’ এখন শুভেন্দু অধিকারীর হাতে ঝুলে রয়েছে। আগামী ১৪ই জুলাই এর মধ্যে সৌমিককে পৌরসভায় তার আস্থা প্রমাণ করতে হবে। না হলে পৌরসভায় তার বিরোধী গোষ্ঠী ভাইসচেয়ার ম্যানের নেতৃত্বে পাল্টা অনাস্থা সভা ডেকে তাকে চেয়ারম্যানের পদ থেকে পদচ্যূত করবেন । মঙ্গলবার কলকাতায় শেষ ভরসা মুখ্যমন্ত্রীও কার্যত সৌমিকের পাশে না দাঁড়িয়ে ডোমকল পৌরসভার তৃণমূলের সৌমিক বিরোধী কাউন্সিলারদের আনা অনাস্থার বিষয়টি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার দ্বায়িত্ব দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশির হাওয়া অনাস্থা নিয়ে আসা কাউন্সিলারদের মধ্যে। তাদের দাবি ১৫ জন কাউন্সিলার সৌমিকের বিরুদ্ধে একজোট হয়ে সৌমিককে ডোমকল চেয়ারম্যানের চেয়ার থেকে সরাতে এককাট্টা রয়েছেন ।
ডোমকল পৌরসভা ঘিরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের প্রকাশ্যে ক্ষমতাপ্রদর্শনের লড়াই এ শুভেন্দু অধিকারী কি সিদ্ধান্ত নেন তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তাদের অনুমান এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সামনে তিনটি পথ খোলা রয়েছে। দুপক্ষকে সামনা সামনি বসিয়ে একটি গ্রহণ যোগ্য রফাসুত্র বের করা। প্রয়োজনে দলীয় স্তরে কাউন্সিলারদের সরাসরি আস্থা ভোট নিয়ে সংখ্যা গরিষ্ঠের মতামতকে প্রধান্য দিয়ে চেয়ারম্যান সৌমিক হোসেনের চেয়ারে থাকা বা না থাকার বিষয়টিকে স্পষ্ট করে দেওয়া। দ্বিতীয়ত সৌমিক হোসেনকে চেয়ারম্যান রেখে তার ক্ষমতা খর্ব করে ডানা ছেটে দেওয়া ও বিরোধীদেরও কিছু মর্যদা সুনিশ্চিত করা । তৃতীয়ত দুপক্ষকে বলা পৌর আইন অনুযায়ী যা আইনে রয়েছে সেই মোতাবেক আস্থা অনাস্থার মুখোমুখি হতে হবে দল এব্যাপারে কোন হুইপ দেবে না। তবে দ্বিতীয় সম্ভাবনাটি আদৌ কাউন্সিলাররা মেনে নেবেন কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ইতিমধ্যেই ডোমকল পৌরসভার সৌমিক বিরোধী অনেক কাউন্সিলারই বিজেপি নেতৃত্বের সাথে তাদের তলে তলে একটা যোগাযোগের প্রক্রিয়া চালু রেখেছেন। ফলে বিক্ষুব্ধ কাউন্সিলারদের মতামত যদি দলীয় স্তরে উপেক্ষিত হয় তাহলে তারা যে বিজেপির দিকে পা বাড়াবেন তা বিলক্ষণেই জানেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। আগামী ১৩ ই জুলাই শুভেন্দু অধিকারী বেলডাঙায় আসছেন সাংগঠনিক বৈঠক করতে। সেই সফরে তিনি ডোমকল পৌরসভার জটে সরাসরি হস্তক্ষেপ করবেন বলে তৃণমূল সুত্রে জানা যাচ্ছে।