সোমবার থেকেই বন্ধ স্কুল, কলেজ, সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা

Published By: Madhyabanga News | Published On:

ফের কড়া বিধি লাগু হল রাজ্যে। সোমবার থেকে ফের বন্ধ করে দেওয়া হল শিক্ষাপ্রতিষ্ঠান। কোভিড রুখতে   কড়া সতর্কতা রাজ্যে। সন্ধ্যে ৭ টার পর থেকে কোন লোকাল ট্রেন চলবে না। তবে দুরপাল্লার ট্রেন চলবে। বাকি সময় অর্ধেক যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।  স্থগিত থাকছে দুয়ারে সরকারের ক্যাম্পও।

সরকারি ও বেসরকারি অফিস চলবে ৫০ শতাংশ কর্রচারী নিয়ে। ওয়ার্ক ফ্রম হোম করবেন বাকিরা।

বন্ধ থাকবেঃ সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন। চিড়িয়াখানা, এন্টারটেনমেন্ট পার্ক সহ ট্যুরিস্ট স্পটগুলিও বন্ধ থাকবে।

শপিং মল ও মার্কেট কমপ্লেক্সগুলিতে মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ মানুষ একসাথে যেতে পারবেন। একই নিয়ম থাকবে বার, রেস্টুরেন্টেও।

সর্বোচ্চা ২০০ জন নিয়ে মিটিং,কনফারেন্স করা যাবে। সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ সমবেত হতে পারবেন না।

রবিবার সাংবাদিক বৈঠক করে কড়া বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।