‘সেকেন্দ্রার‘ দখল কার হাতে থাকবে ? ইলিয়াস না মতিউর ! শুরু দড়ি টানাটানি

Published By: Madhyabanga News | Published On:

বাবর আলি: রঘুনাথগঞ্জ ১৪ ই জুলাই – ফের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকার লালখানদিয়ার এ বৃহস্পতিবার সকাল থেকেই মুহুর মুহুর বোমাবাজি সংঘর্ষ এবং গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল। রোহন সেখ নামে এক যুবক তার হাতের আঙুলে গুলি লেগেছে দাবি করে ভর্তি রয়েছেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এলাকায় পুলিশ প্রিকেট বসেছে, চলছে পুলিশি টহল। দুপুর পর্যন্ত কোন গ্রেপ্তার বা আটকের খবর নেই।
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা সেটা চিকিৎসকেরা ক্ষতিয়ে দেখছেন তবে এদিন এক চায়ের দোকানে দুপক্ষের বচসা থেকেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে সেকেন্দ্রার লালখানদিয়ার এলাকায় দীর্ঘদিন পর ইলিয়াস চৌধুরী দিন কয়েক আগে এলাকায় ঢোকেন এবং তার পর থেকেই স্থানীয় বিষয় নিয়ে কিছু পুরনো ঘটনার জের তুলে মতিউর গোষ্টীর সঙ্গে ছোটখাটো বিবাদ শুরু হয়। এদিন সকালে সেই বিবাদ চরম আকার ধারন করে, শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা কার নিয়ন্ত্রনে থাকবে সেই নিয়ে দীর্ঘ কয়েক দশক থেকে এই এলাকায় বিবাদ চলেছে অতীতেও । ফের কি সেকেন্দ্রায় সেই পুরনো ছবি ফিরে আসতে চলেছে ?