সুনীতার রক্তদান শিবিরে রক্ত দিলেন ৬১৭ জন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বহরমপুরে সুনীতার রক্তদান শিবিরে রক্ত দিলেন ৬১৭ জন রক্তদাতা। রক্ত নিয়ে বর্তমান সমাজে যে টানাপড়েন তাতে এই রক্তদান শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে বলেই মনে করছেন রক্তদাতারা। মঙ্গলবার সকাল ৯ টা থেকে খাগড়ায়   দোকান প্রাঙ্গণে রক্তদান শিবির শুরু হয়। অনেকেই   প্রথমবারের মতো রক্ত দিলেন এই শিবিরে।  রক্ত দিতে এসেছিলেন  জেলার বাইরের মানুষও।  জেলার অন্যতম বস্ত্র বিপণি  সুনীতার কর্ণধার শেখর মারোঠী জানান, বহরমপুরে চিকিৎসার সুবিধা বেড়েছে। তাই রক্তের চাহিদাও বেড়েছে। এই রক্ত সরাসরি যাবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিন রক্তদান শিবিরে এসে রক্তদাতাদের ধন্যবাদ জানান স্বাস্থ্য প্রশাসনের কর্তা থেকে জনপ্রতিনিধিরা।