সুতিতে রাস্তায় হাত দিয়েই উঠে আসছে পিচ ! এ কেমন রাস্তা?

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ সুতি: পিচ রাস্তা নির্মাণে  শিডিউল মানা হচ্ছে না। হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। এমনই অভিযোগ তুললেন সুতির মানিকনগরের বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে পথশ্রী প্রকল্পে সুতির ৩৪ জাতীয় সড়কেরব সাথে সংযোগকারী মানিকনগর থেকে ইংলিশসাহা পাড়া পর্যন্ত তৈরি হচ্ছে প্রায় ২ কিলোমিটার পিচ রাস্তা। কয়েক দিন আগে থেকে শুরু হয়েছে সেই পিচ রাস্তার কাজ। স্থানীয়দের দাবী ১০ বছর পর তৈরি হচ্ছে রাস্তা। তবে সেই রাস্তায় শিডিউল মেনে কাজ না হওয়ায় হাত দিলেই উঠে আসছে রাস্তার পিচ। রাস্তা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে রাস্তার কাজ পরিদর্শনে যান সুতি ২ এর বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল। রাস্তার কাজ খতিয়ে দেখেন তিনি। যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ তিনি। তার দাবী সিডিউলের বেশি কাজ করা হচ্ছে রাস্তায়। গ্রামবাসীরা  বুঝেছেন।যদিও ঠিকাদারের দাবী সদ্য তৈরি হয়েছে এই রাস্তা, রাস্তার পিচ জমতে সময় লাগবে। তাই পিচ উঠে যাচ্ছে।