সুতিতে সন্তানের জন্মের পর হাসপাতালের বেডেই পরীক্ষা ছাত্রীর , বাল্যবিবাহ নিয়ে উঠছে প্রশ্ন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মা হয়েই পরীক্ষায় বসলেন সুতির এক ছাত্রী।  সুতিতে হাসপাতালের বেডে বসেই উচ্চমাধ্যমিক  পরীক্ষা দিলেন তিনি।  সুতির আহিরন বাংগাবাড়ি হাইস্কুলের ওই ছাত্রী শনিবার স্কুলে বসেই প্রথম পরীক্ষা দেন।

সোমবার ছিল দ্বিতীয় পরীক্ষা ।  এদিন সকালেই প্রসব যন্ত্রনা নিয়ে ওই ছাত্রীকে আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় । সকালেই সন্তানের জন্ম দেওয়ার পর বেডে বসেই এদিন ইংরেজি পরীক্ষা দেন তিনি । ওই ছাত্রীর বাবার মৃত্যুর পর স্কুল হোস্টেলেই থাকতেন।  সন্তান জন্ম দেওয়ার পরেও পরীক্ষা দেওয়ায় খুশি স্কুলের শিক্ষকরা।

তবে এই ছবি সামনে আসতে বাল্য বিবাহ এবং কম বয়েসে মা হওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। বাল্য বিবাহ রোধে প্রকল্পগুলির বাস্তবতা কোথায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মা ও শিশুর স্বাস্থ্য নিয়েও চিন্তা প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।