এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সুতিতে নির্দল মইদুল

Published on: March 23, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২৩ মার্চঃ বিদ্রোহী আলফাজুদ্দিন ভরসা রাখলেন আরেক বিদ্রোহী মইদুল ইসলামে। কংগ্রেস থেকে পদত্যাগের পর এদিন সভা ডেকেছিলেন আলফাজুদ্দিন বিশ্বাস সাথে ছিলেন তৃণমূল ছেড়ে আসা মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম। বিড়ি শ্রমিক ইউনিয়ানের নামে ডাকা সেই সভা থেকেই ঘোষণা হল, নির্দল হিসেবে সুতি থেকে ভোটে লড়বেন মইদুল।

সুতিতে একদিকে তৃণমূল, কংগ্রেস অন্যদিকে বিজেপি – তিন দলের প্রার্থীর বিরুদ্ধেই লড়াই হবে জানিয়েছেন নির্দল দুই নেতা। ভোটের ইস্যুতে জোড়াল ভাবে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিড়ি শ্রমিকদের পি এফ চালু করা, নির্ধারিত সময়ে হফতা দেওয়া, লগবুক চালু করা সহ শ্রমিক শ্রেণীর বিভিন্ন দাবীকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। নির্দল হয়ে ভোটের লড়ার ডাক দিয়ে সভা শেষে মুর্শিদাবাদ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের তরফে হয় মিছিল।

তবে আসল লড়াই প্রাক্তন দুই দলের দুই প্রার্থীর বিরুদ্ধে। সেই কথাও বুঝিয়ে দেন আলফাজুদ্দিন, মইদুল।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now