মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১১ মার্চঃ ৩৪ নম্বর জাতীয় সড়কে সুতির থানার ধলার মোড়ে বৃহস্পতিবার সকালে চার চাকা গাড়ির সাথে যাত্রীবাহি অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় ১৫ জন আহত , আশংকাজনক অনেকেই।
স্থানীয় সুত্রে জানা যায়, চার চাকা গাড়িটি ফরাক্কা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। কোন কারণে যান্ত্রিক গোলযোগে নিয়ন্ত্রন হারায় উল্টো দিকের লেনে চলে আসে। সেদিক থেকে যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের তৎপরতায় মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহতদের নিয়ে আসা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আশংকাজনক অবস্থায় আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।