সুতিতে গ্রেপ্তার বাংলাদেশী যুবক প্রশ্নে সীমান্ত নিরাপত্তা ।

Bangladeshi Arrest # নিজস্ব প্রতিনিধি : সুতি (মুর্শিদাবাদ) –  সুতিতে গ্রেপ্তার বাংলাদেশী যুবক। মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত রাতে ছাবঘাটি এলাকায় ঘোড়াঘুরির সময় ওঁই যুবককে দেখে সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় সে বাংলাদেশী। গ্রেপ্তার করা হয় মহম্মদ মেহেদিকে। পুলিশ জানিয়ে ধৃত যুবক বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা। কবে কীভাবে ভারতে ঢুকেছিল ওঁই যুবক তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃত বাংলাদেশি যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় ।