সুতিতে উদ্ধার ভয়ংকর মাদক ট্যাবলেট ‘ইয়াবা’, গ্রেপ্তার বাংলাদেশী যুবক

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৬ জুনঃ ভয়ংকর মাদক ট্যাবলেট ‘ইয়াবা’ সহ এক বাংলাদেশের যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মুর্শিদাবাদের সুতি থানার হসানপুরে নদীর পাড়ে তল্লাশি চালানো হয় শনিবার রাত্রে। মাদক পাচারের বিষয়ে  আগে থেকেই খবর ছিল ছিল পুলিশের কাছে। ৩০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ বাংলাদেশের এক যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ইয়াবা ট্যাবলেট আসলে   মেথাফেটামাইন ও ক্যাফেইনের একটি  মিশ্রণ।  থাই ভাষায় ইয়াবা শব্দের অর্থ ‘পাগলা ওষুধ’।

যানা যায়, ধৃত যুবকের নাম সোহেল, সে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা । বাংলাদেশ থী ভারতে আসার কোন কাগজপত্রও দেখাতে পারেনি যুবক। অবৈধ ভাবেই ভারতে প্রবেশ করে সে। সুতি থানায় দায়ের হয়েছে এফআইআর।

‘ইয়াবা’ পাচারের পিছনে বড় কোন গ্যাংগ আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ইয়াবা’র নেশা বাংলাদেশে যুবক যুবতীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেদেশের লাখলাখ মানুষ এই ভয়ংকর নেশার কবলে পড়ে সব হারিয়েছেন। ১৯৯৯  সাল থেকে এই মাদক জনপ্রিয়তা লাভ করে। ইয়াবা পাচারের সাথে জড়িৎ আছে নানা আন্তর্জাতিক মাদক পাচার চক্রও। ইয়াবা পাচারের অন্যতম কেন্দ্র মিয়ানমার। তবে মুর্শিদাবাদ থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় চিন্তা বেড়েছে জেলা প্রশাসনের।