সীমান্তে পদ্মায় কলার ভেলায় ভাসছে ওটা কী ? পাড়ে ঠেলে ছক ভেস্তে দিল বিএসএফ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নিরিহ কলার ভেলা ভাসছিল পদ্মায়। দেখে সন্দেহ হওয়ায় ভেলা দিকে নজর রাখে বিএসএফ BSF । স্পীড বোট নিয়ে গিয়ে কলার ভেলা থেকে ফেন্সিডিল উদ্ধার করল বিএসএফ। ভেস্তে গেল পাচারের ছক। সোমবার সকালে এই কান্ডই ঘটে গেল সাগরপাড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে।
বিএসএফ সুত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯ টা ১৫ নাগাদ সাগরপাড়ায় ডিউটিতে থাকা ১৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা দেখেন পদ্মায় সন্দেহজনক ভাবে ভাসছে কিছু একটা। স্পীড বোট নিয়ে নদীতে নেমে নদীর তীরে ঠেলে নিয়ে আসা হয় কলার ভেলাটি।দেখা যায় ভেলার নীচে বাঁধা রয়েছে ৮ টি চটের বস্তা। বস্তা খুলতেই সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। বস্তায় ছিল ১১৯৮ বোতল ফেন্সিডিল। যার ভারতে বিক্রয়মূল্য প্রায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশে প্রায় দশ লক্ষ টাকায় বিক্রি হয় এই পরিমাণ ফেন্সিডিল।