সীমান্তে উদ্ধার করোনার ওষুধ রেমডিসিভির

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৩মেঃ কোভিড ১৯’এর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডিসিভির আটক হল ভারত বাংলাদেশ সীমান্তে। বুধবার  মুর্শিদাবাদের লালগোলায় ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল সংখ্যক ফেনসিডিল ও রেমডিসিভির বাজেয়াপ্ত করল ৩৫ ব্যাটেলিয়ান সীমান্ত রক্ষা বাহিনী।

ওই রেমডিসিভির বাংলাদেশের দিক থেকে ভারতে আনা হচ্ছিল বলে জানা যায়।ভারতের দিক থেকে পাচার করা হচ্ছিল ফেনসিডিল।

৫৯ প্যাকেট  রেমডিসিভির বাজেয়াপ্ত করে বিএসএফ।  পাচার চলার আগেই হানা দেয় বিএসএফ। পাচারকারীদের  হাতে পৌছনোর আগেই সীমান্ত এলাকায় পরে থাকা ওষুধ উদ্ধার করে সীমান্ত রক্ষা বাহিনী। উদ্ধার হওয়া রেমডিসিভিরের বাজার দর আনুমানিক ১ লক্ষ ৭৯ হাজার ৬৫৫ বলে জানা যায়।

রেমডিসিভ নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গে। প্রশাসনিক মহলের অনুমান,  এই রকম পরিস্থিতিতে গড়ে উঠছে রেমডিসিভ পাচার চক্রও।