এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সিট মাত্র ৪০০, ভর্তি নিয়ে জটিলতা সুতিতে

Published on: August 12, 2021

মাধ্যমিক উত্তীর্ণ হয়েও স্কুলে ভর্তি নিয়ে কাটছে না জটিলতা। নিজের স্কুলেই ভর্তি হতে সমস্যায় পড়ছেন   ছাত্র ছাত্রীরা । মাধ্যমিকে উত্তীর্ণ হয়েও একাদশ শ্রেনীতে ভর্তি হতে না পেরে অবশেষে বক্ল প্রশাসনের দ্বারস্থ হল  পড়ুয়ারা। বিডিও অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাল  সুতি থানার অন্তর্গত ছাবঘাটি কে ডি বিদ্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণরা ।

ছাবঘাটি কে ডি বিদ্যালয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় 956 জন ছাত্র ছাত্রীই উত্তীর্ণ হয়। যদিও এত বেশি সংখ্যক পড়ুয়া থাকায় স্কুল কর্তৃপক্ষকেও মানতে হয় নির্দেশ। কাউন্সিলের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে একাদশ শ্রেনীতে সিট সংখ্যা থাকে ৪০০ জন, ফলে ভর্তি হতে পারে নি বাকি পড়ুয়ারা।

ছাবঘাটি কে ডি বিদ্যালযয়ের প্রধান শিক্ষক কৌশিক দাস একাদশে ভর্তি প্রক্রিয়া নিয়ে পড়ুয়াদের প্রতি সহানুভূতিশীল হয়েই স্কুলের প্রধান শিক্ষক জানান, কাউন্সিলের অনুমতি পেলেই তবে বাকি পড়ুয়াদের ভর্তি করতে পারবে স্কুল।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now