এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সিজারের যুদ্ধ বিরতি ! নাকি বড় যুদ্ধের কৌশলী চাল ?

Published on: March 7, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ০৭ মার্চঃ যুদ্ধ খতম নাকি আপাতত ইতি ? ছক পালটে জিরিয়ে নেওয়া ? এই প্রশ্নই এক নাম্বারে ভরতপুরে এবার ভোটে।

ভরতপুরে তৃণমূল কংগ্রেস নেতা আজাহারউদ্দিন ওরফে সিজার বরাবরই সংবাদ শিরোনামে এলাকায় গোষ্ঠী কোন্দলের সুবাদে। এলাকাউ দলের দাপুটে নেতাও।  একুশে নির্বাচনে প্রার্থী হিসেবেও উঠে এসেছিল তার নাম। কিন্তু ভরতপুর বিধানসভা কেন্দ্রে  দলনেত্রী কালীঘাট থেকে ঘোষণা করেন হুমায়ুন কবীরের নাম।

আসনের এক নাম্বার দাবিদার সিজার ভালোভাবে নেন নি নতুন প্রার্থীর খবর। গতকাল মধ্যরাত অবধি নিজের অনুগামীদের নিয়ে বৈঠক সারেন সিজার। উঠে আসে নির্দল প্রার্থী হওয়ার প্রস্তাবও।

সিজার ও হুমায়ুন

ভরতপুরে হুমায়নের প্রচার নিয়ে চাপা টেনশনে ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্বও। কিন্তু রবিবার সালারেই  এক সাথেই দেখা মিলল সিজার আর হুমায়ুন কবীরের।

হাতে হাত রেখে তুললেন ছবি। সেরে নিলেন ভোটের আলোচনা। তবে রাজনৈতিক মহলের দাবি, ভোটের ভরাবাজারে  কৌশলী হচ্ছেন সিজার। দলের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহে লাভ হবেনা বুঝেই সময় কিনছেন তিনি।

ঐক্য নিয়ে অবশ্য কনফিডেন্ট প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। কনফিডেন্ট তাই ভরতপুরে নিজের জয় নিয়েও।সিজার সমস্যা মিটবে কীভাবে, সেটাই এখন দেখার।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now