সিঙ্গল ডোজের থেকে ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েছেন বেশি সংখ্যক মানুষ Number of Fully Vaccinated individuals surpasses the Partially Vaccinated eligible population for the first time

Published By: Madhyabanga News | Published On:

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন এই প্রথম দেশে টিকার একটি ডোজ নেওয়া সুবিধাভোগীর চাইতে দুটি ডোজ নেওয়া সুবিধাভোগীর সংখ্যা বেশি হল। মন্ত্রী এও জানান,  ” সকলের অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর আহ্বান এবং সম্পূর্ণ সরকারি উদ্যোগের প্রতি জনসাধারণের আস্থা ও বিশ্বাসের কারণেই এটি সম্ভব হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ‘হর ঘর দস্তক’ অভিযানে বিপুল সারা মিলেছে” ।

১৭ নভেম্বর সকাল ৭টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী দেশে ১১৩ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬৮৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে ৭৫ কোটি ৫৭ লক্ষ ২৪ হাজার ৮১টি প্রথম ডোজ এবং ৩৮ কোটি ১১ লক্ষ ৫৫ হাজার ৬০৪টি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ দেশে টিকার দুটি ডোজই নিয়েছেন ৩৮ কোটি ১১ লক্ষ ৫৫ হাজার ৬০৪ জন। টিকার একটি ডোজ নিয়েছেন ৩৭ কোটি ৪৫ লক্ষ ৬৮ হাজার ৪৭৭ জন।

মন্ত্রী দেশের সামগ্রিক মানসিকতার প্রশংসা করে বলেন প্রত্যেক প্রাপ্ত বয়স্কের টিকা নেওয়া উচিত,  তাহলেই আমরা কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে জিতব। তিনি আশা করেন এই মাসের মধ্যে দেশে প্রত্যেক ভারতীয় টিকার অন্তত একটি ডোজ নেবেন। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে টিকাকরণ অভিযানে সরকারের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। তাই ১৬ জানুয়ারি  শুরু হওয়া অভিযানে ২১ অক্টোবরের মধ্যে ১০০ কোটি টিকার ডোজ দেওয়ার কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তেশরা নভেম্বর ‘হর ঘর দস্তক’ কর্মসূচি শুরু করেন।

এটিই কোভিড-১৯এর বিরুদ্ধে অন্ত্যোদয় ভাবনা। এই অভিযানে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নির্দিষ্ট সময় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। দেশের যেসব জেলায় প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৫০ শতাংশের কম টিকা নিয়েছেন সেখানে বাড়ি বাড়ি গিয়ে এই অভিযান চালানো হচ্ছে। ডাঃ মান্ডভিয়া জানিয়েছেন টিকার ডোজের কোনো ঘাটতি নেই। তিনি সকলকে টিকার দ্বিতীয় ডোজ নিতে অনুরোধ জানিয়েছেন।