সালারে গোষ্ঠীদ্বন্দ্বে বেকায়দায় তৃণমূল, সুর চড়িয়েছে বিরোধীরা

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News: সালারে তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভরতপুর ২ ব্লক তৃণমূলের সহসভাপতি সহ তিনজনকে। এই ঘটনায় পর প্রকাশ্যে এসেছে ভরতপুর ২ ব্লক তৃণমূল সভাপতি ও বিধায়কের দন্দ। বিধায়ক অনুগামী বলে পরিচিত সালারের কাগ্রামে অঞ্চল তৃণমূল সভাপতি তাপস রায় শনিবার সকালে বাজার করতে যাওয়ার সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলা চালানোর অভিযোগ ওঠে ব্লক তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে । এই ঘটনায় ১০ জনের নামে থানায় অভিযোগও করা হয়, আর তাতেই ব্লক তৃণমূল সহ সভাপতি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের দাবি দুর্বিত্তরাজ জল্লাদ রাজ চলছে, সেই জায়গায় দায়িয়ে এখন অন্য লোককে মারার তো কেউ নেই তাই নিজেদের মধ্যে মারামারি করছে তৃণমূল।
তৃণমূলকে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বামেরা। সিপিআইএম এর দাবি নেতায় নেতায় যুদ্ধ হচ্ছে আর উলুখাগরার প্রাণ যাচ্ছে। প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে।কাগ্রামের এই ঘটনায় শুধু চুনপুটিকে গ্রেপ্তার নয়, মেন কান্ডারিকে গ্রেপ্তার করে দেখাক পুলিশ দাবি বিজেপির।সামনেই পঞ্চায়েত ভোট তাঁর আগে এমন ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা অত্যান্ত দুর্ভাগ্যজনক, আমরা আশা করব এই ঘটনা যাতে না হয়। দল এর বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেবে।