সালারে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি! তান্ডব ! প্রাণ গেল রোগীর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ কান্দি: সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে   রোগী নিয়ে যাওয়া নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি। হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় প্রাণ গেল রোগীর।  ঘটনার মৃতের ছেলে সহ পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। জানা গিয়েছে সালারের মাধাইপুরের বাসিন্দা শাকিব আলী তার অসুস্থ মা চাঁদতাঁরা বিবিকে নিয়ে সালার হাসপাতালে চিকিৎসা করাতে আসেন সোমবার রাত্রি প্রায় ১২টা নাগাদ । চিকিৎসকেরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করতে বলেন । তবে হাসপাতালের অ্যাম্বুলেন্স না নিয়ে  রোগীর পরিবার হাসপাতালের বাইরে থেকে পরিচিত এক অ্যাম্বুলেন্স চালককে ডাকেন । অভিযোগ এরপরই হাসপাতালের মধ্যে থাকা অ্যাম্বুলেন্স চালকরা রোগীকে নিয়ে যেতে বাধা দেয়। প্রায় ৩০ মিনিট ধরে সেখানে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন রোগীর পরিবারের লোকজন। কোন রকমে হাসপাতাল থেকে রোগী নিয়ে কলকাতার উদ্যেশ্যে বেড়ান পরিবারের সদস্যরা। পথে কুলোরি মোড়ের কাছে তাঁদের পথ আটকে রোগীর পরিবারের লোকজনদের মারধর করা হয় বলে অভিযোগ । এমন কি রোগী থাকা ওই অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালান হয়। এর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর। মৃতদেহ আবার ফিরিয়ে সালার হাসপাতালে যান চাঁদতাঁরা বিবির পরিবার। বারবার অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠান নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।